চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি?

চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি



যে ব্যক্তি দাঁড়ানোর ক্ষমতা রাখে তাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। দাঁড়ানোর ক্ষমতা রাখে কিন্তু তিনি যদি বসে বসে সালাত আদায় করেন তাহলে সালাত হবে না। 


হ্যাঁ তবে দাঁড়াতে পারেন কিন্তু রুকু করতে পারেন না, কোমরে ব্যথা হয় অথবা তার স্থায়ী রোগ হওয়ার আশঙ্কা আছে, পরে যাওয়ার আশঙ্কা আছে অথবা রুকু করতে পারেন কিন্তু সেজদায় যেতে আসতে পারেন না।


তাহলে সে ব্যক্তি রুকু করার সময় চেয়ারে বসে সালাত আদায় করতে পারেন। আর যদি দাঁড়াতে পারেন, রুকু করতে পারেন, তবে শুধু সেজদায় যাওয়ার সময় চেয়ারে বসতে পারেন।


এতে আপনার সালাত আদায় হবে। চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না সেটাও সঠিক না আবার একটু কোমর ব্যথা হলেই চেয়ারে বসে নামাজ পড়া সেটাও সঠিক না।


আল্লাহ তায়ালা বলেছেন তোমাদের সাধ্যে যতটুকু রয়েছে ততটুকু তোমরা আল্লাহকে ভয় করো এবং মেনে চলো। আল্লাহ কারো উপর অতিরিক্ত কিছু চাপিয়ে দেন না।


সুতরাং যখন আল্লাহর কোন ইবাদত করার সময় আপনার শারীরিক কোন অপারগতা প্রকাশ হয়।  আল্লাহ আপনাকে তার জন্য জিজ্ঞাসাবাদ করবেন না বা আপনি আল্লার কাছে গুনাহগার হবেন না ইনশাআল্লাহ।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url