টাকার বিনিময়ে এতেকাফে বসানোর বিধান




আমাদের দেশে অনেক মসজিদের এতেকাফ করার জন্য টাকা দিয়ে লোক রাখা হয়। এই টাকা দেয়াটাও হারাম আর যে নিচ্ছে সেটাও হারাম। কারণ এতেকাফ একটা নিছক ইবাদত। যিনি এতেকাফে বসেছেন তার সাওয়াব হয়েছে। 


এতেকাফ করলে সেটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য আমাদের দেশে অনেক মসজিদে এতেকাফ করার মতন লোক পাওয়া যায় না। তাই টাকার বিনিময়ে হলেও কাউকে এতেকাফে বসিয়ে দেয়া হয়। 


আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ফরজ হওয়ার পর থেকে কোন বছরেই তিনি এতেকাফ ছাড়েননি। আমাদের সমাজে এমন মানুষ রয়েছে যারা একবারও এতেকাফ করেনি। তাই আল্লাহ তায়ালা আমাদেরকে এতেকাফ করার তৌফিক দান করুন। 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Previous Post
No Comment
Add Comment
comment url