নামাজের মধ্যে তেলওয়াতের সময় যদি বড় কোন ভুল না হয় যেমন অর্থের মধ্যে বিকৃতি ঘটে গেছে। আপনি অল্প একটু তেলাওয়াত করছেন সেখানে বড় ধরনের ত্রুটি ঘটে গেছে। সে ক্ষেত্রে তো আপনার সালাতই হবে না।
আর যদি সামান্য ছোটখাটো ভুল হয় যেমন হরফের মাদ, ওয়াকফ এবং গুন্নাহ ভুল হয় তাহলে কোন সমস্যা হবে না নামাজ হয়ে যাবে। এজন্য কোন সাহু সেজদা করতে হবে না।