নতুন ঘরে প্রবেশের দোয়া



নতুন ঘরে প্রবেশ করা দোয়ার কথা আল্লাহতাআলা বর্ণনা করেছেন, যে ঘরে সুরা বাকারাহ তেলাওয়াত করা হয় সে ঘরে নেককার ফেরেশতার আগমন ঘটে। সেই ঘরে আল্লাহর পক্ষ থেকে বরকত নেমে আসে। 


তাই নতুন ঘরে প্রবেশ করা বা কোন দোকান উদ্বোধন করা বা নতুন ফ্ল্যাট কেনার পর তাতে প্রবেশের সময় সূরা বাকারাহ তেলাওয়াত করা উত্তম। 

নিয়মিত যে ঘরে সূরা বাকারাহ তিলাওয়াত করা হয়। সে ঘরে খারাপ জীন আসেনা বা থাকতে পারে না। 


এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেয়ামতে মাঠে কুরআন তেলাওয়াতকারীর জন্য যে সূরা শাফায়াত করবে এর মধ্যে সূরা বাকারাহ অন্যতম। এছাড়াও অন্য আরেকটি সূরা রয়েছে যা কিয়ামতের মাঠে শাফায়াত করবে তাহল সূরা আল ইমরান। 


নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপদেশ দিয়েছেন প্রতিদিন নিয়মিত ঘরে আমরা যেন সূরা বাকারাহ তেলাওয়াত করি। এর দ্বারা আমরা দুনিয়াবী কল্যাণ এবং পরকালীন কল্যাণ পাব।