রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি হাদিসে বর্ণনা করেছেন, বান্দা আল্লাহ তাআলা সবচেয়ে নিকটে যেতে পারে সেজদা অবস্থায়। যার কারণে তিনি বলেন তোমরা যখন সেজদায় অবনত থাকবে তখন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে।
তাই সিজদায় আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে। বিশেষ করে নফল নামাজে তাহাজ্জুদে অথবা বা অন্যান্য সময় সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। কোরআন ও হাদিসে বর্ণিত যে সব দোয়া আছে। চাইলে আপনি আপনার নিজ ভাষায় ও দোয়া করতে পারবেন। এতে ওলামাদের মতামত রয়েছে।
আপনি সেজদায় তাজবি পাঠ করছেন "সুবহানা রাব্বিয়াল আলা" আর মনে মনে দোয়া করছেন।