শরীয়তে কবর স্থানান্তর করা জায়েজ রয়েছে গ্রহণযোগ্য কোনো কারনের ভিত্তিতে। তাছাড়া বিনা কারনে কবর স্থানান্তর করা জায়েজ নয়।
এমন যদি হয় মানুষের অনেক বেশি অসুবিধা হচ্ছে তাহলে কবর স্থানান্তর করা জায়েজ রয়েছে এবং এটি হতে হবে, কবর অনেক পুরাতন হবার পর। তখন করলে এটি জায়েজ আছে।