হাঁটুর উপরে কাপড় উঠালে ওযু কি থাকবে?



হাটুর উপরে কাপড় উঠার সাথে অজু ভঙ্গ হওয়ার কোন সম্পর্ক নেই। 


আমাদের দেশে অনেক ভাই বোন মনে করেন কাপড় হাটুর উপরে উঠলে অথবা সতর উন্মুক্ত হয়ে গেলে অজু ভেঙে যায়। কিন্তু অজু ভাঙ্গার বিষয়টি সম্পৃক্ত হলো শরীরের কোন অংশ থেকে নাপাকি বের হওয়ার সাথে। 


এছাড়াও ঘুমিয়ে থাকলে অজু ভেঙ্গে যায়। কারণ সে সময় অসতর্কতা বসত অজু ভেঙ্গে যেতে পারে, তাই ঘুমিয়ে গেলে আবার অজু করে নিতে হয়। এছাড়া সতর উন্মুক্ত হয়ে গেলে অজু ভাঙবে না।