আলেমদের ছবি কোন মেয়ে তার ফেসবুক প্রোফাইলে লাগাতে পারবে?




সাধারণ অর্থে কোন আলেমদের ছবি প্রোফাইলে লাগানো যেতে পারে। কেননা কোন আলেমের ছবি এটা তো পর্দার মধ্যে পড়ে না, তাই এটা ব্যবহার করতে পারে। 


কোন মেয়ে তার প্রোফাইলে কোন আলেমের ফটো  লাগিয়েছেন হতে পারে তার বক্তব্য বা লিখনী তার ভালো লাগে ওই আলেমকে তিনি কোন কারণে আল্লাহর জন্য পছন্দ করেন, ভালবাসেন সেই জায়গা থেকে তিনি এটি প্রোফাইল পিকে লাগিয়েছেন। এতে হারাম কিছু নেই। 


তবে এমন যেন না হয় সে মেয়েটি অথবা মহিলা আলেমের প্রতি দুর্বল হয়ে যায় এবং হারাম চিন্তা-ভাবনার মধ্যে প্রবেশ করে। সেরকম আশঙ্কা যদি তৈরি হয় তাহলে অবশ্যই এ থেকে বিরত থাকতে হবে।