নামাজের অবস্থায় অজু চলে যেতে চায় তখন অজু আটকে রেখে নামাজ আদায় করা যাবে কি?




নামাজ পড়া অবস্থায় অজু আটকিয়ে রেখে নামাজ আদায় করা যাবে। যেহেতু সালাত সম্পূর্ণ আদায় করা আল্লাহর নির্দেশ। 


তাই নামাজরত অবস্থায় অজু ছুটে যাওয়ার পরিক্রম হলে ধৈর্য রেখে নামাজ পূর্ণ করাতে কোন অসুবিধা নেই। এতে নামাজ হয়ে যাবে এবং এটি অজু ভঙ্গের কোন কারণ হবে না। 


তবে স্বাভাবিক অবস্থায় অজু আটকিয়ে রেখে তারপরে সেই অজু দিয়ে নামাজে দাঁড়ালে সেটা উচিত হবে না। কেননা এতে আপনি নামাজে একাগ্রতা আনতে পারবেন না। নামাজে মনোযোগ হারিয়ে যাবে এবং এতে নামাজ নষ্ট হয়ে যেতে পারে।