ইস্তেখারার নামাজ কেন ও কীভাবে পড়বেন




ইস্তেখার হলো দুনিয়াবী কোন বিষয়ে বিয়ে, ব্যবসা-বাণিজ্য অথবা কোথাও সফরে গেলে বা কোন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আল্লাহ তায়ালার কাছে কল্যাণ কামনা করে ইস্তেখারার সালাত আদায় করতে পারেন।  


নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইস্তেখারার ব্যাপারে এমনভাবে শিক্ষা দিয়েছেন যেভাবে নামাজের জন্য সূরা শিক্ষা দেয়া হয়।  


নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেখার পদ্ধতি শিক্ষা দিয়েছেন এইভাবে যে:


প্রথমে দুই রাকাত নামাজ আদায় করবেন। তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন।  এবং আপনি কোন কাজটি জন্য আল্লাহর কাছে কল্যাণ কামনা করছেন সেই কাজটির আপনার জন্য কল্যাণ হবে কিনা তার সিদ্ধান্ত জানতে চাচ্ছেন আল্লাহর কাছে। 


আপনি এই দোয়া করবেন হে আল্লাহ আমি জানিনা কোথায় আমার জন্য কল্যাণ আছে আর কোথায়  আমার জন্য অকল্যাণ আছে। হে আল্লাহ যদি এই কাজটি আমার জন্য কল্যাণকর হয় তাহলে তা আমার জন্য সহজ করে দিন এবং যদি তা আমার জন্য অকল্যাণকর হয় আপনি তা থেকে আমাকে দূর করে দেন। 


এভাবেই দুই রাকাত নামাজ আদায় করে যতবার সম্ভব আল্লাহর কাছে এই দোয়া করতে হয়।