ঘরের দেয়ালে কোন দোয়া টাঙানো কি জায়েজ আছে?

 



ঘরের দেয়ালে কুরআনের আয়াত বা কোন দোয়ার  আরবি অক্ষরের ক্যালিগ্রাফি দেয়ালে ঝুলানো থাকলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে এতে কোন অসুবিধা নেই। 


কাবা ঘরের গিলাফেও কুরআনের আয়াত লেখা আছে। তো কুরআনে কারিমের আয়াত লিখা থাকলে সেটা ঝুলিয়ে রাখা সম্মানজনকভাবে এটাতে দোষের কিছু নেই। 


অনেকে বাধা দেন বা নিষেধ করেন। শরীয়তের কোন কিছু নিষেধ করতে হলে তার ভিত্তি ও রেফারেন্স থাকতে হয়। 


কোরআনে কারীমের আয়াত উন্মুক্তভাবে দেয়ালে লেখা থাকলো। সেটা দেখে আমি পড়লাম, মনে হল আমার সেটার কথা, এতে কোন অসুবিধা নেই। 


কিন্তু হ্যাঁ, কোরআনের আয়াত দিয়ে আপনি নিছক শোভা বর্ধনের জন্য রাখলেন সেটা নয় বরং এটা দেখলে আয়াত বা দুআ টি পড়তে ইচ্ছা করবে।  এটার প্রতি আমার মহব্বত বারবে, সেজন্য আপনি করতে পারেন সম্মানের জায়গা থেকে।