আযানের পূর্বে রাসুলের শানে দরুদ পড়ার যাবে কিনা




আমাদের দেশে অনেক অঞ্চলেই আযানের আগে নবীর জন্য দরুদ পাঠ করা হয়। বিশেষ করে চট্টগ্রাম, চাঁদপুর এসব অঞ্চলে এ ধরনের কাজটি একটু বেশি দেখা যায়। 


এক্ষেত্রে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ হল তিনি আযানের পরে দরুদ পাঠ করা নির্দেশ দিয়েছেন। বিধায় আযানের আগে নয় বরং আযানের পরে দরুদ পাঠ করতে হয়। 


যে আমল পরে করতে বলা হয়েছে আমরা যদি সে আমলটি আগে করি তাহলে সেটা বেদাত হয়ে যাবে। যদি আযানের আগে দরুদ পাঠ করা ভালো হতো তাহলে সেটা নবীজি আমাদেরকে বলে দিতেন। 


তাই সুন্নাহ যেভাবে এসেছে সেভাবেই আমাদের আমল করার চেষ্টা করা উচিত, মনগড়া কোন কিছু করলে সেটা ইসলামের শরীয়তে গ্রহণযোগ্য নয়। 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url