যাকাত হচ্ছে গরিবের হক এটা তাদেরকেই দিতে হবে যাকাতের অর্থ মসজিদ অথবা কবরস্থানে ব্যয় করা যাবে না।
সমাজে এমন মানুষ যারা যাকাতের হকদার তাদেরকে এই অর্থ দিতে হবে এবং তারা তাদের প্রয়োজন অনুযায়ী এই অর্থ দিয়ে তারা যা করার তাই করবে। তারা তাদের অভাব অনটন দূর করবে, কোন ঋণ থাকযে তা পরিশোধ করবে।
এবং আল্লাহ তাআলা এখানে তাদেরকেই যাকাত দেয়ার নির্দেশ দিয়েছেন, যারা যাকাত দেয়ার সামর্থ রাখে। সমাজের এমন ধনীদের উপর যাকাত ফরজ করে দিয়েছেন।
আল্লাহ তায়ালা এটাও বলে দিয়েছেন, যাকাতের অর্থ কাদেরকে দিতে হবে এবং তারা হল সমাজের গরিব লোক যারা অর্থের অভাবে ভুগছেন। যাকাতের অর্থ তাদেরই প্রাপ্য সুতরাং এই অর্থ মসজিদ অথবা কবরস্থানে ব্যয় করা যাবে না।
কেননা মসজিদ এবং কবরস্থান ধনী গরিব সবার জন্যই উন্মুক্ত। তাই এখানে যাকাত দেয়া যাবে না। তাছাড়াও যাকাতের অর্থ গরিবকে মালিক বানিয়ে দিতে হয়। এই অর্থ কেবল সেই খরচ করবে তার ইচ্ছামত।