যদি কোন স্বামী তার স্ত্রীর দেনমোহর না দিয়ে মারা যায় তাহলে করনীয় কি




যদি কোন স্বামী তার স্ত্রীর দেনমোহর না দিয়ে মারা যায় তাহলে তিনি স্ত্রীর কাছে দায়ী থাকা অবস্থায় মারা গেলেন। অর্থাৎ তাকে কেয়ামতের মাঠে এই দায় পরিশোধ করতে হবে আল্লাহর কাছে। 


তাই দেনমোহর বেঁচে থাকা অবস্থাতেই দিয়ে দেয়া উচিত। তারপরেও যদি স্বামীর মৃত্যুর পরে সেই স্ত্রী দেনমোহরের টাকা মাফ করে দেন, তাহলে তা করতে পারেন। এতে স্বামী স্ত্রীর কাছে দায় মুক্ত হয়ে যাবে। আল্লাহর নিকট ও স্বামীর জবাবদিহিতার মুখোমুখি হতে হবে না।