বিয়ের সময় মোহরানা পরিশোধ করা ফরজ নয়। তবে মোহর দিতে হবে এটা হল কথা। বিয়ের সময় না দেন, কিংবা কিছুদিন পরে দেন এটা আপনি করতে পারেন।
কিন্তু সেই যদি স্ত্রী দাবি করেন বিয়ের সময় মোহরানা দেয়ার স্ত্রী যদি ছাড় না দেয় তাহলে সে ক্ষেত্রে আপনাকে তখনই মোহরানা পরিশোধ করতে হবে। বিয়ের সময় মোহরানা দেয়াটাই হচ্ছে নিয়ম।
যদি স্ত্রীর সাথে আলাপ করে অথবা মেয়ে পক্ষের সাথে আলোচনা করে। এমন সিদ্ধান্তে আসা যায় যে আমরা আস্তে আস্তে মোহরানা পরিশোধ করব বা পরে পরিশোধ করে দেবো, এটা জায়েজ আছে।
বিয়ের সময়ই মোহরানা দিয়ে দিতে হবে এমনটা বাধ্যতামূলক নয়। তবে বিয়ের সময় পরিশোধ করাটাই নিয়ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বিয়েতে মোহরানা সীমিত পরিমানের সে বিয়েতে আল্লাহ তায়ালা বরকত দেন।
সুতরাং এমন মোহরানা নির্ধারণ করতে হবে যা স্বামীর সাধ্যের মধ্যেই হয় বিয়ের সময় পরিশোধ করে দেয়া যায়।