মায়ের নামে সম্পত্তি কোন এক সন্তানকে দিলে কি গুনাহ হবে?




মায়ের নামে থাকা সম্পত্তির সবটুকু যদি কোন এক সন্তানকে দিয়ে যান, তাতে মা গুনাহগার হবে। কেননা মায়ের উপর অন্য সন্তানদেরও অধিকার রয়েছে, যার কারণে এমনটি করা জায়েজ হবে না। 


কারণ মায়ের উপর প্রত্যেক সন্তানদের সমানভাবে হক রয়েছে সুতরাং কোন এক সন্তানকে বেশি দিলে অথবা সবটুকু দিয়ে দিলে সেখানে তিনি গুনাহগার হবেন। 


তাই হোক সেটা মা অথবা বাবা যারই  সম্পত্তি হোক না কেন সকল সন্তানকে সমানভাবে বন্টন করে দিতে হবে এটাই হচ্ছে ইসলামের নির্দেশ। অন্যথায় হাশরের ময়দানে পিতা-মাতাকে এর জন্য জবাবদিহিতা করতে হবে। 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url