কত বছর বয়স হলে বাচ্চাদের মসজিদে পাঠানো যাবে



বাচ্চারা যখন নামাজ বুঝতে শিখবে তখনই তাদের মসজিদে পাঠানো যেতে পারে। বিশেষ করে ৭ বছর বয়স থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের নির্দেশ করেছেন। এর পর থেকে মসজিদে পাঠানো যেতে পারে, তার আগে থেকে যদি বাচ্চারা নামাজ বোঝে বা  নামাজ পড়তে পারে সে ক্ষেত্রে তাদেরকে মসজিদে নেয়া যেতে পারে। 


আর এত ছোট অবস্থায় বাচ্চাদেরকে মসজিদে নেওয়া উচিত না, যে সে নামাজের কিছুই বোঝেনা। সবাই নামাযে থাকা অবস্থায় বাচ্চা কান্না করে অথবা নামাজের ব্যাঘাত ঘটায় যা অন্যদের কষ্টের কারণ হয়। এমন অবস্থায় বাচ্চাদেরকে মসজিদে পাঠানো উচিত নয়। তবে কেউ যদি নিরুপায় হন, বাধ্য হয়ে বাচ্চাকে মসজিদে নিয়ে যান তাহলে এতে কোনো নিষেধ নেই।