ওয়াশরুমে ওযু করে নামাজ পড়লে নামাজ হবে কিনা?




বিশেষ করে যেখানে টয়লেটের পাশে ট্যাপ রয়েছে যেখানে অজু করতে হয়। সেরকম জায়গায় যদি আপনি অজু করেন সেখানে যদি কোন আড়াল না থাকে সেখানে টয়লেটের মধ্যে "বিসমিল্লাহ" বলা নিষেধ। 


সেজন্য অজু যদি আপনার করতে হয়, টয়লেটে অজু করে নামাজ পড়তে পারবেন। তবে শর্ত হলো "বিসমিল্লাহ" উচ্চারণ করবেন না, সেটি মনে মনে বলবেন।


আর সবচেয়ে ভালো হয় টয়লেটের ভিতরে অজু না করে, বাইরে কোন বেসিনে অজু শুরু করে পা ভেতরে গিয়ে ধুলেন। তাহলে সেটা সবচেয়ে উত্তম। 


কিন্তু এরকম যদি না কোন ব্যবস্থা না থাকে, তাহলে টয়লেটে অজু করলেও অজু হয়ে যাবে। শুধু মুখে বিসমিল্লাহ উচ্চারণ করা যাবে না, মনে মনে বিসমিল্লাহ বলবেন।