বিয়েতে কনে সাজানোর শরীয়তের নীতিমালা কি?




বিয়ে উপলক্ষে সাজগোজ করা একটু আনন্দ করা এটাতে শরীয়তের কোন অসুবিধা নেই। কিন্তু কনেকে সাজাতে গিয়ে এমন যেন না হয় তার কয়েক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল বা নষ্ট হয়ে গেল সেই সাজ রক্ষা করতে গিয়ে। 


দেখা গেল মেকআপ এমন ভাবে করানো হলো তা নিয়ে দীর্ঘ সময় বসে থাকতে হয়, যার কারনে দেখা যায় তার অনেকগুলো ওয়াক্ত নামাজ চলে যায়। 


মেকআপ ও তোলা যায় না এবং নামাজও পড়া যায় না। সুতরাং এরকম যদি হয় তাহলে সেটি গুনার কারণ হবে। আর তাছাড়া মেকআপ করে পর পুরুষের সামনে তা প্রদর্শন করা গুনাহের ব্যাপার।