মাসিক বন্ধ করার জন্য অনেক ঔষধ পাওয়া যায়। এসব ঔষধ ব্যবহার করে যদি কেউ মাসিক বন্ধ রাখেন বিশেষ করে রমজান মাসে ওমরা করবেন বা অন্য কোন সময় ওমরা করবেন।
রমজান মাসে রোজা রাখতে চান এজন্য তিনি ঔষধ খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা গুলো রাখতে চান যাতে মাসিক হয়ে ওমরা অথবা রোজায় বাধাগ্রস্ত না হয়, এটি জায়েজ আছে।
যদি কোন বড় সাইড ইফেক্ট না থাকে, যদি আপনার শরীরের বড় কোন ক্ষতির আশঙ্কা না থাকে। তাহলে ঔষধ ব্যবহার করে মাসিক বন্ধ করা জায়েজ হবে এমনটি বলেছেন, শায়খ আহমাদুল্লাহ।