নামাযের মধ্যে চোখ বন্ধ করে রাখা যাবে কি?




সাধারণ এবং স্বাভাবিক অবস্থায় একজন মানুষের চেষ্টা করা উচিত চোখ খোলা রেখে সালাতের মধ্যে মনোযোগ ধরে রাখার। 

অন্যদিকে মনোযোগ চলে গেলেও চেষ্টা করতে হবে তা ফিরিয়ে আনার এবং এই চেষ্টা তিনি করতে থাকবেন। এটিই হচ্ছে সলাতের সঠিক পদ্ধতি। 

আর যদি তার দৃষ্টি সিমানার মধ্যে কিছু পরে যা তার মনোযোগে ব্যাঘাত করে, তাহলে তিনি অবশ্যই চোখ বন্ধ করে সালাত আদায় করতে পারবে। 

আর মাঝে মধ্যে অত্যাধিক মনোযোগ বৃদ্ধির জন্য চোখ বন্ধ রাখতে পারেন এতে কোন সমস্যা নেই। যেমন দোয়া করার সময়, দুরুদ পড়ার সময়, জিকিরের সময়, কুরআন তেলাওয়াতের সময়। 

এ সময় যদি তিনি সম্পূর্ণ রূপে চোখ বন্ধ করে  রাখেন এবং এতে মনোযোগ বেশি থাকে, এক্ষেত্রে তা জায়েজ রয়েছে এবং এতে কোন বিধি নিষেধ নেই।