মনে মনে কাউকে নিন্দা করলে গুনাহ হবে না। মুখে যদি আপনি কারো নিন্দা করেন অন্য কারো কাছে তা হলে সেটি গুনাহ হবে।
তবে কারো সম্পর্কে যদি আপনি ভুল ধারণা করেন। যেমন ধরেন তার কোন একটা কাজ তার দুটো ব্যাখ্যা হতে পারে, ভালো হতে পারে বা খারাপ হতে পারে। যদি ভাল হওয়ার সম্ভাবনা এক পারসেন্ট ও থাকে তার পরেও তার ব্যাপারে ভুল ধারণা করা হারাম এবং এটি গুনাহ হবে।
কিন্তু একজন লোক খারাপ কাজ করছে আপনি দেখতে পেয়েছেন। এই ব্যাপারে আপনি খারাপ ধারণা করছেন। মনে মনে তার খারাপ দোষটার কথা কল্পনা করে ঘৃণা করলেন, এতে গুনাহ হবে না।