মহিলারা কি ঈদগাহে যেতে পারবে?




মহিলারা যেন ঈদগাহে যান, সেজন্য নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুস্পষ্ট বক্তব্য রয়েছে।

এমনকি যারা ঋতুবর্তি রয়েছেন নবী করীম সাল্লাল্লাহু সালাম তাদের কথাও বলেছেন। তারাও যেন ঈদগাহে যান, তারা নামাজ পড়বেন না কিন্তু জিকিরে, দোয়ায় ও আনন্দে শামিল হবে। এবং যাদের পর্দা করে যাওয়ার ব্যবস্থা নেই অন্যের পর্দার মধ্যে নিজের মাথা লুকিয়ে হলেও তারা যেন ঈদগাহে যান। 

এতেই বুঝা যায় নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহিলাদেরকে ঈদগাহে যাওয়ার জন্য মহিলাদের উৎসাহ দিয়েছেন। 

সাধারণত পাঁচ ওয়াক্ত নামাজে মহিলাদের উপস্থিতির ব্যাপারে নিরুৎসাহী করেছেন, তারা বাসায় নামাজ পড়বেন। কিন্তু মহিলারা যেন ঈদগাহে যান সেজন্য উৎসাহিত করেছেন।