পালক মেয়ে সন্তানের আকিকার বিধান কি এবং পালক নেয়া কি জায়েজ?




ইসলামিক নিয়ম অনুসারে সন্তানের আকিকা সবসময় জন্মদাতা পিতা দিবেন। তাই আকিকা জন্মদাতা বাবার উপরেই বর্তাবে। যিনি দত্তক রেখেছেন তার ওপর নয়। পালক পিতা যেটি করতে পারেন তিনি জন্মদাতা পিতাকে দিয়ে শিশুটির আকিকা দেয়ার ব্যবস্থা করতে পারেন। এটা জায়েজ রয়েছে। 


ইসলামের দৃষ্টিতে সন্তান পালক নেওয়া হচ্ছে হেল্প হিসেবে। যেমন কোন বাবা অথবা মা তার সন্তানকে লালন পালন করতে পারছে না। আপনি তার সন্তানকে লালন পালন করে দিলেন।


তাদের সন্তান তাদেরই থাকবে সন্তান বড় হলে আপনি তাদের কাছে ফেরত দিয়ে দিলেন, আপনি হেল্প করলেন তাদেরকে। এটাই হলো পালক সন্তান লালন পালন করার মিনিং বা উদ্দেশ্য। 


হয়তোবা পালক সন্তান সারা জীবন আপনার কাছেই থাকলো। কিন্তু তার বাবা মার সাথে তার যোগাযোগ থাকবে, তাদের সেবা করার সুযোগ করে দিবেন। অর্থাৎ সন্তান তাদেরই থাকবে, তাদের থেকে আলাদা করে নিবেন না। তাহলে এমন হলে ইসলামের দৃষ্টিতে পালক সন্তান নেয়া জায়েজ আছে ।