ঈদ মোবারক বলে শুভেচ্ছা বিনিময়ে কোন ধর্মীয় নিষেধাজ্ঞা আছে কিনা




এতে কোন অসুবিধা নেই, কোন গুণাহ নেই। মনে রাখবেন শরীয়ত আমাদের যেখানে যতটুকু ছাড় দিয়েছে সেখানে ততটুকু ছাড় গ্রহণ করা এটা হল শরীয়তের মেজাজ। যদি আমরা সেখানে বাড়াবাড়ি করি, সীমালংঘন করি সেটা অনুচিত হবে। 


সাহাবীরা ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য বলতেন ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’ আল্লাহ তা'আলা আমাদের সকলের নেক আমলগুলো কবুল করুন। 


যেহেতু দুটি ঈদের আগে ইবাদতের মৌসুম চলে যায়, সেই ইবাদত গুলো যেন কবুল হয় এজন্য একে অপরকে অপরের জন্য দোয়া করা এটাই হলো ঈদের অভিবাদন, সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত। 


অবশ্যই সেটি  আমাদের করা উচিত তা করলে সওয়াব হবে। এর পাশাপাশি যদি কেউ ঈদ মোবারক বলে তোমার ঈদ বরকতময় হোক, কল্যাণময় হোক। এটাকে যদি সুন্নাহ মনে না করেন, জাস্ট ঈদের শুভেচ্ছা হিসেবে বলেন এতে কোন অসুবিধা নেই। 


কারণ শরীয়াত এই ক্ষেত্রে আমাদের কোন সীমানা নির্ধারণ করে দেয় নি। যদি কেউ এটি আঞ্চলিক সংস্কৃতি হিসেবে করেন এতে কোন অসুবিধা নেই।