বুকের লোম কাটা কি জায়েজ?




মানুষের পেটে বুকে যে লোম হয়ে থাকে সে গুলো কাটার ব্যাপারে বিশুদ্ধতর মত হল, এগুলো যদি কারো বিরক্তির কারণ হয় তিনি এগুলো কাটতে পারেন। 


অনেক উলামায়ে কেরাম এটি নিষেধ করেন এই আয়াতের আলোকে যে, আল্লাহর সৃষ্টিতে কোন পরিবর্তন করা চলবে না। কিন্তু এটি সৃষ্টিতে পরিবর্তন করার ক্যাটাগরিতে পড়ে না সুতরাং এটি জায়েজ আছে। 


যদি কেউ চান তিনি করতে পারেন, ধরুন বুকের পশম বা পিঠের পশম বা কারো বাহুতে পশম এত বেশি হয় যে এটি তার জন্য বিরক্তির কারণ হয়। তিনি চাইলে তা ফেলে দিতে পারেন, তাতে কোন অসুবিধা নেই। 


শরীরের কিছু পশম আছে শরীয়তে যা রাখা বা কাটার কোন নির্দেশ বা নিষেধ কিছুই নেই। তার মধ্য থেকে বুকের পশম বা পিঠের পশম এগুলোর ব্যাপারে কোন নির্দেশনা আসেনি। অতএব এটা রাখা না রাখা ব্যক্তির উপর নির্ভর করে।