মাসবুকের নামাজের নিয়ম

Adsense953




আপনি যে অংশে জামাতে নামাজরত অবস্থায় ইমাম ও মুসল্লিদেরকে পাবেন, সেই অংশ থেকে আপনার নামাজের রাকাত শুরু ধরা হবে। যদি ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলেন তবে আপনি যত রাকাত জামাতের সাথে পড়েছেন এবং আপনার যত রাকাত ছুটে গেছে তা একাই পরে নিতে হবে, সেই ওয়াক্তের সালাতের নিয়মে। 


এক্ষেত্রে তাশাহুদ ও দরুদ পড়তে হবে ওয়াক্তের সালাতের নিয়মেই দ্বিতীয় রাকাতে বৈঠক এবং মাগরিবের নামাজ হলে তৃতীয় রাকাতে বৈঠক অথবা এশার, জোহর বা আসরের নামাজে চতুর্থ রাকাতে বৈঠকে বসতে হবে। এভাবেই ছুটে যাওয়া সালাত আদায় করতে হবে।