ডায়মন্ডের কি যাকাত দিতে হবে?




ডায়মন্ড যদি ব্যবসায়ের জন্য হয় তাহলে তার উপর যাকাত দিতে হবে। আর যদি ব্যবহারের জন্য হয় তাহলে তার যাকাত দিতে হবে না। যেহেতু ডায়মন্ড দিয়ে কোন লেনদেন করা হয় না এবং হাদিসেও উল্লেখিত নেই। 


কেননা ইসলামে যাকাত দেয়ার নির্দেশ দেয়া হয়েছে স্বর্ণ, রুপা, নগদ অর্থ ও শস্য ফসলের যা মানুষের মধ্যে লেনদেন হয় তাই এসবের উপর যাকাত দিতে হয়। 


ডায়মন্ড একটি উজ্বল পাথর, এটি রেয়ার তাই মানুষ শখের বসে এটি কিনে ব্যবহারের জন্য।