কোন মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর প্রতি মাসে বাবার কাছ থেকে টাকা নেয়া কি জায়েজ হবে?

 



যেকোনো মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর তার দায়িত্ব স্বামীর উপর বর্তায়। তখন বাবার থেকে টাকা নেয়ার অধিকার থাকে না। 

কিন্তু যদি এমন হয় স্বামী তার ভরণপোষণ না দেয়, সে ক্ষেত্রে বাবা অবশ্যই তার ভরণপোষণ দিতে পারবে। 

এ ছাড়া বাবার কাছ থেকে বাড়তি টাকা পয়সা আদায় করা বা এর জন্য চাপ দেয়া এটা কোন অবস্থাতেই জায়েজ না।

বাবা যদি দিতে চান উপহার হিসেবে তার অন্য সন্তানদেরকে দিবেন সাথে মেয়েকেও দিবেন। এমনটি হলে কোন সমস্যা নেই, সেটি তিনি অবশ্যই করতে পারেন।