এক অজুতে একাধিক ওয়াক্তের নামাজ পড়া যাবে কি?




প্রত্যেক ওয়াক্তের ফরজ সালাতের জন্য আলাদা আলাদা করে অজু করা উত্তম। কারণ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা করে অজু করতেন। 


এর দ্বারা ওই ওয়াক্তের সালাতের জন্যে আপনার আন্তরিকতা ও বিশেষ মনোযোগ এবং বিশেষ প্রস্তুতি রয়েছে তা প্রমাণ করে। যার কারণে প্রত্যেক ওয়াক্তের নামাজে ওযু করে নামাজ আদায় করা উত্তম। 


তবে এক অজুতে একাধিক ওয়াক্তের সালাত আদায় করতে চাইলে সেটা জায়েজ আছে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটিও করেছিলেন এবং সেটি বুখারীর একটি হাদিসে বর্ণিত আছে। 


ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসুল উল্লাহ আপনাকে তো সাধারনত এক অজু দিয়ে দুই ওয়াক্তের নামাজ আদায় করতে দেখিনা, তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি ইচ্ছাকৃতভাবে এমনটি করেছি। 


এ থেকে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ আমল ছিল প্রতি ওয়াক্তে অজু করে নামাজ আদায় করা। তবে মাঝেমধ্যে তিনি এক অজুতে একাধিক ওয়াক্ত নামাজ আদায় করতেন। 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url