মাসিকের সময় কি আজানের জবাব দেওয়া যাবে




মাসিকের সময় আযানের জবাব দেওয়াতে কোন  বিধি-নিষেধ নেই। কারণ এটা এক ধরনের জিকির করতে পবিত্র থাকা লাগে না। যেমন অজু ছাড়াও জিকির করা যায় আল্লাহকে স্মরণ করা যায়। 


তবে মাসিকের সময় মসজিদে যাওয়া অথবা সালাত আদায় করার ব্যাপারে শরীয়তে নিষেধ রয়েছে। তবে নারীরা কুরআন তেলাওয়াত শোনা এবং করা অব্যাহত রাখতে পারেন। 


ঠিক তেমনি আযানের জবাব দেয়া এটাও এক ধরনের জিকিরের আমল। সুতরাং মাসিক অবস্থায় আযানের জবাব দেওয়াতে আপনি নেকি পাবেন।