বড় সূরার কয়টি আয়াত পাঠ করলে সালাত সহীহ হয়ে যায়?



সালাতে সূরা ফাতিহা পাঠ করার পর অন্য সূরা মিলানোর ক্ষেত্রে যেকোনো বড় সূরা যদি পুরো মুখস্ত না হয়। সে ক্ষেত্রে সেই সূরার সর্বনিম্ন তিনটি আয়াত পাঠ করলে নামাজ হয়ে যাবে। বিশেষ করে বড় সূরা সালাতে পাঠ করে শেষ করা বাধ্যতামূলক না। 


কিন্তু যদি সেই সূরাটি ছোট সূরা হয় তাহলে সেটি পুরোটা পড়ে ফেলা উচিত। কারণ ছোট সূরায় এমন জায়গায় থামবেন না, যেখানে সূরাটির অর্থ বিকৃত হয়ে যেতে পারে। তাই ছোট সুরার ক্ষেত্রে এমনটি না করাই উচিত। যেহেতু সূরার অর্থ বিকৃতির সম্ভাবনা আছে।  


তাই খেয়াল রাখতে হবে সুরার যেখানে থামবেন সেখানে তার অর্থ পূর্ণাঙ্গ হয় কিনা। এভাবে করলে আপনার সালাত হয়ে যাবে এতে কোন সমস্যা নেই।