প্রসাবের ছিটা যদি খুব অল্প পরিমাণে লেগে যায়। সুই এর আগায় যে পরিমাণ পানি লেগে থাকে, সে পরিমাণ হলে কোন সমস্যা নেই। আপনার সালাত হয়ে যাবে, এ নিয়ে চিন্তার কোন কারণ নেই।
আর যদি অনেক বেশি লাগে বড় ফোটা লাগে বা অনেক ফোঁটা পড়ে। তাহলে সে ক্ষেত্রে যে জায়গায় পড়েছে, বিসমিল্লাহ বলে সেখানে তিনবার পানি ছিটে দিয়ে ধুয়ে ফেললেই হবে।
আর যদি আপনার নিছক সন্দেহ হয়, নিশ্চিত না হন আদৌ লেগেছে কিনা। তাহলে সেই ক্ষেত্রে এই সন্দেহের ভিত্তিতে এটি নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই। নিশ্চিত না হলে সেটা নাপাক হিসেবে ধরা হবে না।