মা বাবা জন্মের পর আকিকা না দিলে সন্তানের জন্য এখন করনীয় কি?




মা বাবা জন্মের পর আকিকা না দিলে অনেক ওলামাগনের মতে এখন আর কিছু করার নেই। যদি মা-বাবা বেঁচে না থাকেন বা তাদের দেবার আর সুযোগ না থাকে। 


আর যদি দেয়ার সুযোগ থাকে, তাহলে সন্তান বড় হয়ে যাওয়ার পরও আকিকা দিতে পারেন এটি জায়েজ আছে। তবে আকিকার সুন্নাহ ছুটে গেল।


আকিকা সাধারণত ৭ম অথবা ১৪ তম দিন অথবা ২১ তম দিনে আকিকা দিলেও আকিকার সুন্নাহ হয়ে যাবে, তাতে কোন অসুবিধা নেই। 


এখন প্রশ্ন হল, মা-বাবা আকিকা দেয়নি এখন কি সন্তান নিজের আকিকা নিজে দিতে পারবে? 

এর উত্তর হল এটা বাবার জন্য প্রযোজ্য হয়, সন্তানের জন্য প্রযোজ্য হয় না। তাই সন্তান নিজের আকিকা নিজে দিলে তা আকিকা বলে গণ্য হবে না।