শীতকালে মাফলার দিয়ে মুখ ঢেকে নামাজ পড়লে নামাজ কি হবে




একটি হাদীসে রয়েছে যে মুখমন্ডল পরিপূর্ণ ঢেকে  যেন সালাত আদায় না করা হয়। অতএব মাফলার বা  চাদর প্যাচিয়ে শীতের সময় অনেকে সালাত আদায় করেন। 


শীতের কষ্ট থেকে বাঁচার জন্য এভাবে নাক মুখ মাফলার বা চাদর দিয়ে প্যাচিয়ে সালাত আদায় করা মাকরুহ হবে। তবে নামাজ হয়ে যাবে কিন্তু এরকমটি করা উচিত নয়।