যে ঋণ থেকে মুনাফা গ্রহণ করলেও সুদ ধরা হবে না




আপনি যদি কাউকে বলেন যে আপনি একটা ব্যবসা শুরু করেন। আমি আপনার সাথে ১ লক্ষ টাকা ইনভেস্ট করব। প্রফিট হলে ফিফটি পার্সেন্ট আমাকে দিবেন আর ফিফটি পার্সেন্ট আপনি নিবেন। অথবা যেভাবে আমরা দুজন চুক্তি করি। এ থেকে মুনাফা গ্রহণ করলে এটা জায়েজ হবে। 


এমনি আরেকটি উপায় রয়েছে, যেমন আমি আপনাকে ১ লক্ষ টাকা লোন দিলাম কোন ব্যবসার জন্য নয়। আপনি সেই অর্থ আমাকে ছয় মাস পরে বা এক বছর পরে ফেরত দিলেন। ফেরত দেওয়ার সময় আপনি যদি চিন্তা করেন, লোকটি আমাকে লোন দিয়েছে আমর ব্যবসায় সাহায্য করেছে এবং সেখান থেকে আমি মুনাফা করেছি অথবা এতে আমার উপকার হয়েছে। 


তিনি আমার প্রয়োজনের সময় অর্থ দিয়ে সাহায্য করেছেন। তাই আমি ১ লক্ষ টাকা ফেরত দেয়ার সময় ৫০০০ টাকা বাড়িয়ে দিলাম এবং এটা জায়েজ আছে যা কিনা আমরা অনেকেই জানিনা। 


এর কারণ হচ্ছে , ১ লক্ষ টাকার বেশি টাকা দেয়ার জন্য কোন দাবি নেই বা চুক্তি নেই। এটা ঋণ গ্রহীতার ইচ্ছার উপর নির্ভর করে। তিনি যদি ইচ্ছা করে চাইলে ৫০০০ টাকা বাড়িয়ে দিতে পারেন। এটা তার ব্যক্তিগত ব্যাপার এখানে কোন চুক্তি বা শর্ত নেই। তাই এই বাড়তি অর্থ গ্রহণ করা জায়েজ।  


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url