কিভাবে দোয়া করলে দোয়া কবুল হয়

  


দোয়ার জন্য তিনটি জায়গা হল সবচাইতে মোক্ষম, আল্লাহর খুব কাছাকাছি গিয়ে প্রত্যক্ষভাবে কিছু চাইতে চাচ্ছেন। আপনার জন্য তিনটা সুযোগ আছে, যেখানে দোয়া করলে দোয়া কবুল  হবেই। 


১. আল্লাহর সবচাইতে নিকটবর্তী হয় যখন কোন বান্দা সিজদায় আল্লাহর কাছে নত হয়। আরশের পথ হল নিচে অর্থাৎ সিজদা দেয়ার মাধ্যমে। যদি আল্লাহর নিকটবর্তী যেতে চান তাহলে সেজদায় লুটিয়ে পড়ুন। 

আপনি মন খুলে আল্লাহর কাছে কিছু বলতে চান বা চাইতে চান সিজদায়য়ে লুটিয়ে পড়ুন। নামাজের বাইরেও সিঙ্গেল সিজদা দেয়া যায়, আল্লাহু আকবার বলে সিজদা দিন এবার মন খুলে আল্লাহর কাছে যা কিছু চাওয়ার চান।


২. ভোররাত এ সময় আল্লাহ বান্দার খুব কাছাকাছি চলে আসেন এবং বান্দাকে ডেকে ডেকে বলেন কি চাও আমাকে বলো আমি তাই দিব। 

এই সময় তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে কিছু চাইলে তাই পাওয়া যাবে। এ সময়ে যে কোন দোয়া করলে সেই দোয়া ও কবুল করা হবে। 


৩. নিজের চাওয়া গুলোকে পূরণ করার অন্যতম মাধ্যম হলো আরাফার ময়দানে যেদিন হাজিরা অবস্থান করবে। সেদিন ওই ময়দানে দাঁড়িয়ে দোয়া করলে সেই দোয়া আল্লাহ তায়ালা খুব দ্রুত কবুল করেন।







এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url