আকিকার নিয়ম - ছেলেদের আকিকার ক্ষেত্রে ১টি ছাগল দেওয়া যাবে কি?




যদি অর্থনৈতিক অসচ্ছলতা থাকে তাহলে ছেলেদের ক্ষেত্রেও একটি ছাগল বা ভেড়া আকিকা দিতে পারে। 


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম নাতি হাসান রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর জন্মের সপ্তম দিবসে একটি ছাগল আকিকা দিয়েছিলেন। 


ছেলেদের ক্ষেত্রে একটি ছাগল আকিকা দেয়া যেতে পারে সামর্থ্য না থাকলে। এতে এমন নয় যে গুনাহ হয়। 


৭ম দিনে আকিকা দিতে না পারলে পরবর্তী ১৪তম দিনে অথবা ২১তম দিনে দিতে পারে, আরো যেকোনো সময় হতে পারে। আমার সম্পদ নেই তবু আমাকে আকিকা দিতে হবে এটা বাধ্যতামূলক নয়। 


আকিকা দেয়ার সুন্নত, তাই বাচ্চা জন্মের আগে থেকেই কিছু অর্থ আকিকা দেওয়ার জন্য জমিয়ে রাখাটাই ভালো হবে।