আজান - শিশুর কানে আজান দেওয়ার নিয়ম



নবজাতক শিশুকে কেউ একজন কোলে নিবে অথবা নিজের কোলে নিবে এরপর তার কানে আস্তে আস্তে আজান দিবে যতটা তার জন্য সহনীয় হয়। 


এবং এটি করার উদ্দেশ্য অনেক স্কলারগণ এমন বলে থাকেন - এই সন্তানকে জানিয়ে দেয়া যে. তুমি পৃথিবীতে আগমন করেছ, তুমি জেনে রাখ আল্লাহ তায়ালা মহান, তিনি ছাড়া সত্যিকারের মাবুদ নাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সালাতে তোমাকে আসতে হবে, সফলতার পথে আসার জন্য তোমাকে আহবান করা হলো। 


এই মৌলিক কথাগুলো তার তার কানে দিয়ে দেওয়া। এর একটি অলৌকিক এবং আধ্যাত্মিক প্রভাব তার ভিতরে পরবে যা তার কান থেকে অন্তরে গিয়ে গেঁথে যাবে। এমন একটি আশা স্কলারগণ করে থাকেন। 


অতএব বিশুদ্ধ পদ্ধতি এটি যে শিশুটিকে কোলে নিয়ে আসতে আসতে যতটুকু তার জন্য সহনশীল হয় ঠিক ততটুকু শব্দ প্রয়োগ করে তার কানে আজান দিবে। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url